স্বদেশ ডেস্ক:
সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ।তার ঢেউ এসে লেগেছে অতলান্তিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।
উৎসবের আনন্দ রেণু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আটলান্টিক সিটিতে গত ঊনিশ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হয়েছে “হ্যাপী হলিডে পার্টি”। ওইদিন সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ “হ্যাপী হলিডে পার্টি” অনুষ্ঠিত হয়।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে “হ্যাপী হলিডে পার্টি”তে নিউ জারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল,
আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিব রেহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা সম্প্রীতি ও সৌহার্দ্যের মনোভাব নিয়ে “হ্যাপী হলিডে পার্টি”তে অংশগ্রহন করেন।
“হ্যাপী হলিডে পার্টি”র আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, উৎসবের মৌসুমে উৎসবের আনন্দ উচ্ছ্বাস সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই তাদের এই প্রয়াস ।
আটলান্টিক সিটিতে ‘হ্যাপী হলিডে পার্টি’র আয়োজনে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে ‘হ্যাপী হলিডে পার্টি’ নতুন মাত্রা যোগ করেছে