স্বদেশ ডেস্ক;
ইতালিতে হিজাব ব্যবহার করায় মারধরের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এ ঘটনায় দেশটিতে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি। স্থানীয় থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হলে,এতে টনক নড়ে প্রশাসন ও জনমনে।
২৯ বছর বয়সী দুই সন্তানের মা সানোয়ারা বেগম। সম্প্রতি সানোয়ারা বেগম দুই শিশু সন্তান ও তার বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে ভেনিসের মেসরে শহর থেকে মারঘেরা শহরে ফুফুর বাসায় বেড়াতে যান। ফুফুর বাসার কাছাকাছি পৌঁছানোর পর তিনজন ইতালীয় মহিলা তার নিকাব পরা নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠে। এ সময় সানোয়ারা প্রতিবাদ করলে তিন মহিলা তাকে এলোপাতাড়ি আঘাত করেন এবং তার নিকাব ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন।
গত ১৫ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সানোয়ারা বেগম।বাবা-মায়ের সঙ্গে ১৪ বছর বয়সে ইতালি আসেন তিনি। ইতালীয় টেকনিক্যাল স্কুল থেকে পড়ালেখা শেষ করে বিয়ে করেন ইতালি প্রবাসী আরিফুর রহমানকে।