রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলার শঙ্কা

ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলার শঙ্কা

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য তাদের যথেষ্ট ক্ষেপণাস্ত্র মজুত আছে। কিন্তু ইউক্রেন এইসব হামলা প্রতিহত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব মন্তব্য করেছেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর পরেই নতুন এ আশঙ্কার কথা জানালেন জেলেনস্কি।

রাশিয়ার গতকালের হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে ইঞ্জিনিয়াররা কাজ করছেন বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে।
কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেছে, বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের অভিযোগ, শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, গতকাল রাশিয়ান বাহিনী ইউক্রেন ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খারকিভের মেয়র বলেছেন, শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু কিয়েভেই ৪০ টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি কর্মকর্তাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877