মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

করোনা : ২০২৩ সালে চীনে ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

করোনা : ২০২৩ সালে চীনে ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

স্বদেশ ডেস্ক:

চীনের কঠোর বিধি নিষেধগুলো তুলে নেয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাই বাড়ছে। এভাবে চলতে থাকলে ২০২৩ সালে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

শনিবার রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আইএইচএমই-এর পরিচালক ক্রিস্টোফার মারে বলেছেন, গবেষণায় অনুমান করা হয়েছে- দেশটিতে ২০২৩ সালের এপ্রিলের মধ্যে করোনায় মৃত্যু ৩ লাখ ৩২ হাজারের কাছাকাছি পৌঁছাবে। একই সময়ে এর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ এ ভাইরাসে আক্রান্ত হবে।

আইএইচএমই- এর গবেষণা ছাড়াও অন্যান্য গবেষণাও প্রায় একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। ইউনিভার্সিটি অব হংকংয়ের গবেষণা বলছে, চীনে গণভ্যাকসিন কার্যক্রম না চালানো হলে নতুন বছরে অন্তত ৯ লাখ ৬৪ হাজার ৪০০ জন মানুষ মারা যেতে পারে।

কেবল তাই নয়, ২০২২ সালের ‍জুলাইয়ে ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ জানিয়েছিল, যদি চীনে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উঠে যায় তাহলে পরের ছয় মাসে কেবল ওমিক্রনের সংক্রমণেই সাড়ে ১৫ লাখ মানুষ মারা যেতে পারে চীনে।

এদিকে কঠোর বিধি-নিষেধ তুলে নেয়ার পর করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসের একজন মারা যাওয়ার কথা জানিয়েছিল দেশটি। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাটি হলো ৫ হাজার ২৩৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877