স্বদেশ ডেস্ক:
রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। আজ শনিবার সকালে এই মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শাহাজাদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা বাস সার্ভিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে এই কর্মসূচি করেছে দলটি।
সরকারের পায়ের তলা এখন থেকে মাটি সরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণার পর তাদের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেছে। সে আতঙ্কের অংশ হিসেবে তারা এখন বিদেশি কূটনীতিকদের সঙ্গেও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করতে শুরু করেছে। কয়েক দিন আগে সরকার সমর্থকদের হাতে নাজেহালের শিকার হয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফলে আন্তর্জাতিক মহলে দেশের সম্মানহানি ঘটেছে।’
সমাবেশে ষড়যন্ত্র ও অপরাজনীতি পরিহার করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি।