স্পোর্ট ডেস্ক:
মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামের আঘাতে ভারতের রানের পাহাড় থামল। দিনের শেষ তিনটি উইকেটের দুটি শিকার করেছেন মিরাজ। আর একটি তাইজুল। এর আগে সকালে শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান এবাদত হোসেন।
রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব জুটির সংগ্রহ যখন শতকের পথে তখন ভাঙন ধরান মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরান অশ্বিনকে। ১১৩ বলে দুই বাউন্ডারি ও দুই ছক্কায় তার সংগ্রহ তখন ৫৮ রান। পরের ওভারেই তাইজুলের বলে ফিরেন যাদব। রানের চাকা সচল তখনো। ক্রিজে ছিলেন উমেষ যাদব ও মোহাম্মদ সিরাজ। দলের সংগ্রহ ৪০০ ছাড়ান এই জুটি। তবে কিছু দুর যেতেই মিরাজের আঘাতে সমাপ্তি হয় ভারতের বিশাল সংগ্রহের। সিরাজ সাজঘরে ফিরেন ৪ রান নিয়ে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৪ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।