সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

১৯টি কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি

১৯টি কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি

স্বদেশ ডেস্ক:

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে ডাচদের বিদায় করে আসরটির সেমিফাইনালে উঠে গেলেন লিওনেল মেসিরা। তবে এই ম্যাচে নেতিবাচকভাবে আলোচনায় এসেছে রেফারিং। ম্যাচ শেষে রেফারি মাতেও লাহোজকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি।

স্প্যানিশ এই রেফারি গতকালের ম্যাচে ১৯টি কার্ড দেখান। এই ১৯টি কার্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল।

এ ম্যাচে লাল কার্ড দেখেছেন নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রাইস। ম্যাচের ১২৮ মিনিটে টাইব্রেকার চলাকালীন লাল কার্ড দেখেন তিনি। এদিন লিওনেল মেসিকেও কার্ড দেখান রেফারি। তিনি মোট ৪৮ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন।
ম্যাচ জেতার পর রেফারির প্রতি নিজের অসন্তোষ জানিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয় ফিফার এই রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত নয়। কারণ তিনি এটার যোগ্যই না।’

মেসি বলেন, ‘অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।’

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ক্ষুব্ধ স্প্যানিশ এই রেফারিতে। তিনি বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই জেদি। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877