বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’, ইউপিডিএফের ৩ সদস্য নিহত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’, ইউপিডিএফের ৩ সদস্য নিহত

স্বদেশ ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৩ সদস্য নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বড়াদমে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- নবীন জ্যোতি চাকমা(৩২), বুজেন্দ্র চাকমা(৫২) ও রসিল চাকমা(২৭)। তারা সবাই উপজেলার কৃপাপুর এলাকার বাসিন্দা।

আইন-শৃঙ্খলা বাহিনীর স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়।  তারা সবাই প্রসীত খীসাপন্থি ইউপিডিএফের সদস্য।

তবে, ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, ‘রোববার দিবাগত রাতে তাদের বাসা থেকে তুলে নেয়ার পর সোমবার আলো ফোটার আগেই নির্জন এলাকায় তাদের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি ।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘গুলিবিনিময়ে দীঘিনালার দুর্গম গ্রামে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

এর আগে গত ২৩ আগস্ট সকাল ১০টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়।

এছাড়া গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনা টহলে সন্ত্রাসীদের হামলায় এক সেনাসদস্য নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877