সোমবার, ১৯ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

সাংবাদিকতা পেশায় মেহজাবিন!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

বিনোদন ডেস্ক:

টিভি চ্যানেলের রিপোর্টার হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে বাস্তব জীবনে নয়, তার এই রূপ দেখা যাবে ‘গেম ওভার’ নামের একটি টেলিছবিতে। স্বরূপ চন্দ্র দের লেখা গল্পে এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। থ্রিলারধর্মী এই টেলিছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেইম ওভার’ গল্পে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ংকর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।

মেহজাবিন বলেন, ‘গল্পটি অন্যরকম, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। গল্পে খুব সুন্দর একটি সামাজিক বার্তা আছে। চেষ্টা করেছি, চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে।’

লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত ‘গেম ওভার’ টেলিছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে। শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা সঞ্জয় সমাদ্দার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ