শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৮

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৮

স্বদেশ ডেস্ক:

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ১১৮ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৬১ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৯২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৫২৫ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ৮১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৫৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৫৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৮ হাজার ৩৩৩ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ৩৭ হাজার দু’জন ঢাকার এবং বাকি ২১ হাজার ৩৩১ জন ঢাকার বাইরের বাসিন্দা।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877