স্বদেশ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। গতকাল রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
ডিএসসিসি সূত্র জানায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে গেছেন মেয়র। সোমবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে মঙ্গলবারই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।
তবে দেশের বাইরে থাকলেও মেয়র ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন বলেও জানায় সূত্র।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সেজন্য মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে।