বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

নিউইয়র্কে শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত

নিউইয়র্কে শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শিল্পকলা একাডেমি ইউএসএ’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশের মহান বিজয় দিবস। গত ২ ডিসেম্বর কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও লেখক সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা সহ ছিল নানা আযোজন। শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন ফিলিপস ও ইভেন্ট কমিটির আহ্বায়ক শিবলী সাদেকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো: মনিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী। বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক ডা. মাসুদুল হাসান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, প্রবীণ সাংবাদিক নীনী ওয়াহেদ, প্রবীণ সাংবাদিক জীবন চৌধুরী, প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, লেখক এবিএম সালেহ উদ্দিন, সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী হেলাল মিয়া, বেঙ্গল হোম কেযারের সিইও এইচ এম জামিল, ইভেন্ট কমিটির সদস্য সচিব চন্দন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহর খান প্রমুখ।
বক্তারা প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালি ঐতিহ্য এবং শেকড়ের প্রতি বাঙালির মমত্ববোধের গভীরতা সম্পর্কে জানাতে এ ধরণের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও লেখক সম্মাননা প্রদান করেন।
পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। প্রবাসের বিশিষ্ট শিল্পীবৃন্দের নানা পরিবেশনা বিপুল সংখ্যক প্রবাসী গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।
শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877