স্বদেশ ডেস্ক:
বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি (৯১) যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে মারা গেছেন।
মার্কিন এ কোচকে ২০১৪ সালে আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’ জায়গা দেওয়া হয়। তার মৃত্যুর পর বিশ্ব টেনিস সংস্থার পক্ষ থেকে টুইট করে লেখা হয়— ‘একজন অগ্রগামী, স্বপ্নদর্শী, পরামর্শদাতা, প্রশিক্ষক এবং বন্ধু-টেনিসের অন্যতম প্রভাবশালী নিক বলেতিয়েরি ৯১ বছর বয়সে মারা গেছেন’।
আন্দ্রে আগাসি টুইট করে লেখেন— আমার বন্ধু নিক বলেতিয়েরি আমাদের ছেড়ে চলে গেছেন। কত ছেলেমেয়েকে নিজের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন তিনি।
গত মাসে বলেতিয়েরির মেয়ে অ্যাঞ্জেলিক অ্যানে জানিয়েছিলেন, তার বাবা মৃত্যু শয্যায়। তিনি ফেসবুকে লিখেছিলেন, বাবা জীবনের পরের পর্বে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সবাই তাকে মনে রাখবেন। আশা করি তার যাওয়াটা খুব শান্তির হবে। তোমাকে ভালোবাসি বাবা।