রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের কমিটি পুনর্গঠন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৭ নভেম্বর রোববার মসজিদের ৪র্থ তলায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটি পুনর্গঠন সহ মসজিদের গঠনতন্ত্রের সংশোধনী আনা হয়েছে।সাধারণ সভায় সৈয়দ জামিন আলী সভাপতি এবং মোহাম্মদ ইকবাল হোসেইন সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।  পুনর্গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি : সৈয়দ জে আলী, সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেইন, সহ অর্থ সম্পাদক সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ ছুরুক মিয়া, লুৎফুর রহমান শাহজাহান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আতাউর রহমান, সৈয়দ ইসহাক আলী, নজমুল আলম খান, মোহাম্মদ আবু ছালেক ও মোহাম্মদ শাহ আলম (বেডফোর্ড পার্ক)।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ জামিন আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পদক মোহাম্মদ ইকবাল হোসেইন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহানশাহ ইয়াহয়িয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ জুবায়ের অহমেদ।
সভায় মসজিদের গঠনতন্ত্র সংশোধনীর মাধ্যমে বর্তমান ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সংখ্যা ১৫ সদস্য বিশিষ্ট করা হয়েছে। তবে অন্য সদস্যরা কর্পোরেশনের মেম্বার হিসেবে কার্যক্রম চালিয়ে যাবেন। এছাড়া কার্যকরী কমিটির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর নির্ধারণ করা হয়।
শেষে সভাপতি সৈয়দ জামিন আলী এবং সাধারণ সম্পদক মোহাম্মদ ইকবাল হোসেইন আল্লাহর ঘর মসজিদকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ