মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না : সরকারকে মির্জা আব্বাস

জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না : সরকারকে মির্জা আব্বাস

স্বদেশ ডেস্ক:

ঝামেলা, মিথ্যা মামলা-হামলা ও গ্রেফতার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ করতে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু হয়েছে। আমাদের হুমকি দেয়া হচ্ছে। আপনারা বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না।

‘আপনারা ঝামেলা বন্ধ করুন, মিথ্যা মামলা বন্ধ করুন, হামলা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, গ্রেফতার বন্ধ করুন। জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। একবার করেছেন রক্ষীবাহিনী দিয়ে, এখন করছেন সরকারি বাহিনী দিয়ে। মনে রাখবেন, নয়াপল্টনে সমাবেশ হবে, একজন লোক থাকলেও সমাবেশ হবে। আমরা বক্তব্য রাখব।’

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা কি বসে পড়ব? আমি পরিষ্কার বলতে চাই, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না।’

প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন এই কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতাদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন মির্জা আব্বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877