বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

পুনর্মিলনের খবর দিলেন যশ

পুনর্মিলনের খবর দিলেন যশ

বিনোদন ডেস্ক:

এক সময় পরস্পরকে ‘বোনুয়া’ নামে ডাকতেন মিমি-নুসরত। কিন্তু টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। এই দুই ছায়াসঙ্গীর মধ্যেও হঠাৎ দূরত্ব ঘনায়। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন রটে দুই বান্ধাবীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যদিও এর কারণ অস্পষ্ট। এবার তাদের ‘বন্ধুতা’র কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। গতকাল রোববার যশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই বান্ধবীর ছবি দেন। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন মিমি-নুসরত। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে এক হন মিমি-নুসরত।

মিমি-নুসরত। ছবি: যশের ইনস্টা স্টোরি
জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে যশ লেখেন, ‘দিজ বন্ড’। যশের ওই পোস্ট নুসরত ও মিমি দু’জনেই শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেত্রী মানেই তাদের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা সর্বদা। কিন্তু প্রথম হওয়ার প্রতিযোগিতা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন মিমি-নুসরত। মাঝে অবশ্য দূরত্ব আঁচ পাওয়া গেলেও নভেম্বরের সন্ধ্যায় এই দুই তারকার যুগলবন্দি যেন শুভক্ষণের আভাস দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877