বিনোদন ডেস্ক:
এক সময় পরস্পরকে ‘বোনুয়া’ নামে ডাকতেন মিমি-নুসরত। কিন্তু টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। এই দুই ছায়াসঙ্গীর মধ্যেও হঠাৎ দূরত্ব ঘনায়। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন রটে দুই বান্ধাবীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যদিও এর কারণ অস্পষ্ট। এবার তাদের ‘বন্ধুতা’র কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। গতকাল রোববার যশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই বান্ধবীর ছবি দেন। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন মিমি-নুসরত। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে এক হন মিমি-নুসরত।