শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুমিল্লার ৫ ইউপিতে নির্বাচন, ঘণ্টায় ৬ ভোট!

কুমিল্লার ৫ ইউপিতে নির্বাচন, ঘণ্টায় ৬ ভোট!

স্বদেশ ডেস্ক:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চলছে নির্বাচন। আজ সোমবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হলেও পাঁচ ইউপিতেই ধীরগতি লক্ষ্য করা গেছে। ভোট হওয়া পাঁচ ইউপি হলো– পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কান, উত্তর চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর।

সংশ্লিষ্টরা জানান, এদিন ইভিএম জটিলতায় একটি কেন্দ্রে ১০ মিনিট পর শুরু হয়েছে ভোটগ্রহণ। বারপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এমন চিত্র।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বি বলেন, ‘ভোটকেন্দ্রের সব ঠিকঠাক। কিন্তু ইভিএম মেশিনের সময় ৮টা না বাজলে আমরা ভোটগ্রহণ শুরু করতে পারি না। তাই কোনও বুথে ৭ মিনিট, কোনও বুথে ১০ মিনিট দেরি হয়েছে। তবে এতে কোনও সমস্যা হবে না। পরে যত ভোটার কেন্দ্রে ঢুকবেন আমরা সবার ভোট নেব।’
নৌকা প্রার্থীর এজেন্ট ইসমাইল হোসেন বলেন, ‘সেটিং করতে সময় লেগেছে। আমি এখনও আমার কক্ষে যেতে পারিনি। কিছুক্ষণের মধ্যে যাব।’ প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বি জানান, ওই কেন্দ্রের ভোটার দুই হাজার ৪২ জন। নারী ভোটার ১০৪৫ জন। বুথ ৭টি।

এদিকে, সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় পড়েছে ৬ ভোট। ওই কেন্দ্রের ৯ বুথের সব কটিতেই কোথাও ৬ ভোট, কোথাও ৭ ভোট পড়েছে। জানা গেছে, ইভিএমের ধীরগতির কারণেই এমন ভোটগ্রহণে দেরি হচ্ছে।

এবার উপজেলার পাঁচ ইউনিয়নে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী মাঠে মোতায়েন করা হয়েছে- পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877