সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

নিউইয়র্কে ঢাবির শতবর্ষ উদযাপন ২৬ নভেম্বর

নিউইয়র্কে ঢাবির শতবর্ষ উদযাপন ২৬ নভেম্বর

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রস্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’। আগামী ২৬ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে এ অনুষ্ঠান হবে নিউইয়র্ক সিটির কুইন্সে লাগর্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল হক ভূইয়া, হার্ভার্ডের অধ্যাপক ড. আব্দুল্লাহ শিবলী, নিউঅর্লিন্স ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর ড.মোস্তফা সরোয়ার, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাবিএএর সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লাহ মো. আবু কাওসার এবং টেক্সাস এ এম ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক ড. এম নাসিরউদ্দিন।

ঢাবিএএ’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সাঈদা আকতার লিলিকে কনভেনর এবং সাধারণ সম্পাদক গাজী শাসুদ্দিনকে মেম্বার সেক্রেটারি করে এ উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারি-মোল্লা মনিরুজ্জামান, প্রধান পৃষ্ঠপোষক-ডা. চৌধুরী এস হাসান। কো-কনভেনরের মধ্যে রয়েছেন মোহাম্মদ হোসেন খান, মো. তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, মো. জসীমউদ্দিন, মাসুম মোহাম্মদ মহসিন, হযরত আলী, আর্থার আজাদ, পরেশ শর্মা, ব্যারিস্টার কামরুল হাফিজ আহমেদ। যুগ্ম সদস্য-সচিব হিসেবে রয়েছেন এম এস আলম, গোলাম মোস্তফা ও বিশ্বজিৎ চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্যমণি থাকবেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, চন্দন চৌধুরী, সশী, তামি জাকারিয়া। বিপা, চন্দ্রা ব্যানার্জি ড্যান্স গ্রুপ এবং আড্ডা ড্যান্স একাডেমিও পারফর্ম করবে।
প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন ঘিরে ব্যাপক তৎপরতা চলছে সারা আমেরিকায়। এ উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণের পাশাপাশি প্রবাস প্রজন্মের কাছে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থাপনের প্রত্যাশাও রয়েছে। কারণ, প্রবীন প্রবাসীর মধ্যে যারা উচ্চ শিক্ষিত তার ৮০% হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। বিষয় ভিত্তিক আলোচনায় প্রাধান্য পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অটুট রাখতে কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত সাবেক শিক্ষার্থীদের-এমন বিষয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877