স্বদেশ ডেস্ক:
বিআরটি প্রকল্প যেন গলার কাটা হয়ে দাড়িয়েছে বিমানবন্দর-আব্দুল্লাহপুর-গাজীপুরগামী মানুষের জন্য। প্রকল্পের কারণে বিমানবন্দর সড়কে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বিষয়টি সমাধান ও যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করতে আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর (রোববার) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছ।
বিআরটি জানিয়েছে, এ সময়ে যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করতে ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় উন্নয়ন কাজ চলবে। কাজ চলার সময় বাড়তি যানজটের আশঙ্কায় জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা দেয়া হয়েছে।
বিআরটির প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই সময়ে জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।