স্পোর্টস ডেস্ক:
খানিক বাদেই শুরু হবে বিপিএলের নবম আসরের প্লেয়ার ড্রাফট। মুশফিক-মাহমুদউল্লাহসহ আরো ছয় শতাধিক ক্রিকেটার উঠবেন ড্রাফটে। ঢাকার হোটেল লা মেরিডিয়ানে দুপুর ১২টা থেকে শুরু হবে সাত ফ্রাঞ্চাইজি দল গঠনের লড়াই।
প্লেয়ার ড্রাফট শুরুর আগে চলুন জেনে নেই ফ্রাঞ্চাইজিগুলো সরাসরি সাইনিংয়ে কোন ক্রিকেটারদের দলে ভেড়ালো-
ফরচুন বরিশাল : (৯ জন) সাকিব আল হাসান, ক্রিস গেইল, রাহকিম কর্নওয়াল, ইফতেখার আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, করিম জানাত, ইবরাহীম জাদরান, নাভিন উল হক, কুশল পেরেরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : (৯ জন) মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, বেন্ডন কিং, মোহাম্মদ নাবি, জশুয়া কভ।
সিলেট স্ট্রাইকার্স : (৮ জন) মাশরাফী বিন মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কলিন অ্যাকারম্যান।
খুলনা টাইগার্স : (৫ জন) তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আভিস্কা ফার্নান্দো, আজম খান।
রংপুর রাইডার্স : (৬ জন) নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, পাথুম নিশানকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : (২ জন) আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো।
ঢাকা ডমিনেটর্স : (১ জন) তাসকিন আহমেদ।