স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পে ৩০০-এর অধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম জাভা থেকে সিয়ানজুর এক সরকারি কর্মকর্তা বলেন, ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়। এ ছাড়াও ৩০০-এর অধিক আহত হয়েছে।
তিনি বলেন, ‘সিয়ানজুতে চারটি হাসপাতাল রয়েছে। এ তথ্য এক হাসপাতাল অনুযায়ী। মৃত এবং আহতের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।’
সূত্র : রয়টার্স