স্পোর্টস ডেস্ক:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরো এক পাকিস্তানি তারকা ক্রিকেটারকে দলে টেনেছে। মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলির পর এবার খুশদিল শাহকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিলামের আগে সরাসরি সাইনিংয়ে খুশদিল শাহকে দলভুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি।
এর আগে সরাসরি সাইনিংয়ে একজন দেশীয় ক্রিকেটারের জায়গায় মোস্তাফিজুর রহমানকে রেখে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই চার পাকিস্তানি ছাড়াও সরাসরি সাইনিংয়ে কুমিল্লায় দলভুক্ত হয়েছে ক্যারিবিয়ান বেন্ডন কিং।
আগামী ২৩ নভেম্বর বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। দেশী-বিদেশী আরো অনেক তারকা ক্রিকেটারকে সেখান থেকে দলে টানবে ফ্রাঞ্চাইজিগুলো। আর বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির শেষ সপ্তাহে।