স্বদেশ ডেস্ক:
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে হয়েছে। গতকাল শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে বাইডেনের বড় নাতনি নাওমির বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষ এবং অল্প কিছু অতিথি উপস্থিত ছিলেন।
এর আগে হোয়াইট হাউসে আরও ১৮টি বিয়ের আয়োজন হয়েছিল। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়ার বিয়ে হয় হোয়াইট হাউসে। সবশেষ ২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল ফটোগ্রাফার পেট সওউজার বিয়ের আয়োজনও হয়েছিল হোয়াইট হাউসে।