শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সন্ধ্যা ২৪ নভেম্বর

নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সন্ধ্যা ২৪ নভেম্বর

স্বদেশ ডেস্ক:

প্রতি বছরের ন্যায় এবছরেও যুক্তরাষ্ট্রস্থ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে নিউইয়র্কে থ্যাংকস্ গিভিং ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গুলশান টেরেস পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সপরিবারে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন থ্যাংকস্ গিভিং উদযাপন কমিটির আহবায়ক এম উদ্দীন আলমগীর, যুগ্ম আহবায়ক জায়েদুল মুহিত খান, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

আয়োজিত অনুষ্ঠানের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফজলুর রহমান চৌধুরী, মো. গাফ্ফার আহমেদ, শাহ মো. সাদেক, ইব্রাহিম খলিল ভূইয়া রিজু, মিয়া মো. আছকির, ইঞ্জি. জয়নাল আবেদীন খান, বিষ্ণুপদ সরকার, সুকান্ত দাস হরে, সোহাগ আফসার, আবুল কালাম আজাদ টিপু।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রস্থ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি এবং সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়সলসহ অন্যান্য কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877