রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১০ অপরাহ্ন

মরিচের ক্ষেতে মিলল প্রায় সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

মরিচের ক্ষেতে মিলল প্রায় সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

স্বদেশ ডেস্ক:

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে সীমান্তের শূন্যরেখার কাছে একটি মরিচ ক্ষেত থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ ক্ষেতের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। চোরাকারবারিরা বিষয়টি বুঝতে পেরে স্বর্ণের বারগুলো মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মরিচের ক্ষেত তল্লাশি করে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে বলেও জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877