স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষা আর নানা বিতর্কের পর আজ পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। দোহার আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।
রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। বেদুইনদের তাঁবুর আদলে নির্মিত আল বায়েত স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বসেই বিশ্বকাপের ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশের দুটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। দেশের খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
এছাড়া অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। অনলাইন অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।