বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত ৬৪ কোটি ২০ লাখের কাছাকাছি

করোনা আক্রান্ত ৬৪ কোটি ২০ লাখের কাছাকাছি

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ২০ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। আর মৃতের সংখ্যা ৬৬ লাখ ২২ হাজার ছুঁই ছুঁই।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৯৯৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ২১ হাজার ৮৬৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ১৪ লাখ ১১ হাজার ৪৩৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১০ লাখ আট হাজার ৭০৪ জনে। মোট মারা গেছে ১১ লাখ এক হাজার ৮৪৩।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৫৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩৭০ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ৮৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬১ লাখ ৮০ হাজার ৭৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪১০ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ নয় হাজার ১৭৬ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877