স্বদেশ ডেস্ক: নিউইয়র্ক সিটি ডিপার্টম্যান্ট অব ট্রান্সপোর্টেশন এ বছরের জন্য একটি গ্রিডলক এলার্ট তালিকা প্রকাশ করেছে। গ্রিডলক এলার্ট তালিকা দেখা যায় নভেম্বর ১৭, ২২, ২৩, ৩০ এবং ডিসেম্বর ১, ২, ৬, ৭, ৮, ১৩, ১৪ এবং ১৫ তারিখ পর্যন্ত নিউইয়র্ক সিটিতে সবচেয়ে খারাপ যানজট এবং ধীরগতির ট্রাফিক থাকবে। নিউইয়র্ক সিটিতে তৈরি, গ্রিডলক হল ট্রাফিক যানজট যা শহরের সংযোগস্থলের নেটওয়ার্কগুলো ব্লক করে দেয় এবং ম্যানহাটনে অপ্রতিরোধ্য ট্র্যাফিক বাড়ায়। নিউইয়র্কবাসী তাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যক্তিগত যানবাহনসহ প্রায়ই আঞ্চলিক রেললাইন, ২৪/৭ মেট্রোপলিটন পাতাল রেল এবং বাস ব্যবস্থা, ফেরি, সাইকেল চালানো, হাঁটাসহ বিভিন্ন পরিবহন বিকল্প থেকে বেছে নিয়ে থাকেন।
নিউইয়র্ক সিটি ডিপার্টম্যান্ট অব ট্রান্সপোর্টেশন বছরের ব্যস্ততম ট্রাফিক দিনগুলোকে গ্রিডলক অ্যালার্ট দিন হিসেবে চিহ্নিত করে। শহরবাসী কাজ বা বিনোদনের জন্য যে কোনো ভ্রমণই করুক, গ্রিডলক দিনগুলেতে অনুগ্রহ করে সম্ভব হলে হাঁটা, বাইক চালানো বা পাবলিক ট্রান্সপোর্ট নেওয়ার কথা বিবেচনা করতে পরামর্শ দিয়েছে সিটি।