স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৩ দিন বাকি। আসরটিতে নামার আগে ৩২টি দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। তবে অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত মতামত দিয়েও ফুটবলাররা আসরের উন্মাদনা বাড়াচ্ছেন।
এবারের আসরে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের সেরা তারকা আবার লিওনেল মেসি ও নেইমার। তবে দেশ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এই দুই তারকার বন্ধুত্ব সম্পর্কে সমর্থকরা ভালো করেই জানেন। দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ থাকার পর বর্তমানে পিএসজিতেও একসঙ্গে খেলেন।
বিশ্বকাপ নিয়ে তার ভাবনা নিয়ে নেইমার জানান, বিশ্বকাপ জেতাটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি। তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল বিশ্বকাপ জেতা। যখন থেকে বুঝতে শিখেছি ফুটবল খেলাটা কী, তখন থেকেই আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করছি, এ বার স্বপ্নটা সফল হবে।’