স্বদেশ ডেস্ক:
মিয়ানমারের সামরিক জান্তা সরকার সাবেক যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, জাপানের চলচ্চিত্র নির্মাতা এবং দেশটির ক্ষমতাচ্যুত নেতা সুচির সাবেক অর্থনৈতিক উপদেষ্টাসহ মোট ছয় হাজার কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে।
চলতি বছরের শুরুতে সাবেক রাষ্ট্রদূত ভিকি বোমান এবং চলচ্চিত্র নির্মাতা তরু কুবোতাকে কারাগারে নেয়া হয়। আর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পরপরই গ্রেফতার করা হয়।
সামরিক জান্তা সরকার বলছে, মিয়ানমারের জাতীয় দিবস উপলক্ষ্যে তাদেরকে ক্ষমা করা হয়েছে।
ক্ষমতা দখলের পর থেকে ১৬ হাজারের বেশি মানুষকে আটক করেছে সামরিক বাহিনী।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। যার ফলে দেশব্যাপী গণআন্দোলনে রুপ নেয়।
ভিকি বোমান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। গ্রেফতারের সময় তিনি ইয়াঙ্গুন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।
সূত্র : বিবিসি