শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়ালো

যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়ালো

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৯ হাজার ছাড়ালো। আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৬৪ কোটি ১৪ লাখ। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫৪ হাজার ৪১ জনে। মোট মারা গেছে ১১ লাখ এক হাজার ৩৭০।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ২৬৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৯ হাজার ৯১৬ জনে পৌঁছেছে।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২৯৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ১৭ হাজার ৩৯ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার দুই জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬১ লাখ ৫২ হাজার ৪৯০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ১৯২ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৭৪ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৮১১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877