স্বদেশ ডেস্ক:
ঢাক-ঢোল পিটিয়ে নতুন রূপে বাংলাদেশ প্রিমিয়াল লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারো খেলা মাঠে গড়ানোর আগেই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাদের। দল গঠনের সপ্তাহ খানেক আগেই নাটকীয়ভাবে বদলে গেল ফ্র্যাঞ্জাইজির মালিকানা।
নতুন শুরুর পথে হাঁটতে আগামী তিন আসরের জন্য ফ্র্যাঞ্জাইজি স্বত্ব নিশ্চিত করেছিল বিসিবি। তবে দল গঠনের সপ্তাহ খানেক আগেই বড় ধাক্কা খেলো তারা। বিসিবি’র নির্দেশনা মেনে গ্যারান্টি ফি জমা দেয়নি ঢাকা দলের দায়িত্ব নেয়া প্রগতি গ্রুপ। ফলে তাদেরকে বাদ দিয়ে নতুন মালিক খুঁজে নিয়েছে বিসিবি।
ঢাকা ফ্র্যাঞ্জাইজির দায়িত্ব দেয়া হয়েছে রূপা ফেব্রিক্সকে। গত আসরেও এই রূপা গ্রুপই দায়িত্ব নিয়েছিল ঢাকা ফ্র্যাঞ্জাইজির। তবে গত আসরে একই অভিযোগে অর্থাৎ গ্যারান্টি ফি না দেয়ার ফলে তাদের মালিকানা কেড়ে নেয় বিসিবি। আর এই আসরে ফের সেই প্রতিষ্ঠানকেই ঢাকার দায়িত্ব দিল বিসিবি!
রূপা ফেব্রিক্স ঢাকার দায়িত্ব নেয়ার ফলে এখন বিপিএলে ঢাকার অংশগ্রহণ নিয়ে আর সংশয় থাকছে না। বিপিএকে অংশ নেয়া বাকি ফ্র্যাঞ্জাইজিগুলোর মালিক হলো বরিশাল (ফরচুন স্পোর্টস লিমিটেড), খুলনা (মাইন্ডট্রি লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)।