মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

ঢাকায় সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

স্বদেশ ডেস্ক:

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গেছেন বিএনপি নেতারা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির নেতারা মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন।

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুসহ আরো কয়েকজন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877