বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন

আইপিএলকে বিদায় জানালেন পোলার্ড

আইপিএলকে বিদায় জানালেন পোলার্ড

স্বদেশ ডেস্ক:

হঠাৎই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিদায় জানালেন কাইরন পোলার্ড। ফলে আগামী মৌসুমে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না এই উইন্ডিজ তারকাকে। অবসরের ঘোষণা দিলেও অবশ্য রোহিত শর্মাদের সঙ্গেই যুক্ত থাকবেন নতুন এক ভূমিকায়।

পোলার্ডকে দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে  আসছে মৌসুমে। তবে অন্য একটি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ ১৩ বছর খেলেছেন পোলার্ড। দলটিকে বহু ম্যাচ জিতিয়েছে তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে। তবে তার অবসরে প্রথম একাদশ নিয়ে নতুন করে ভাবতে হবে রোহিতদের।
অবসর প্রসঙ্গে পোলার্ড বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চেয়েছিলাম। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আইপিএলে দুর্দান্ত সফল এই ফ্র্যাঞ্চাইজ়ির কিছু পরিবর্তন প্রয়োজন। এই সময়ে আমি সরে দাঁড়ালে দলের পরিবর্তনের প্রক্রিয়া সহজ হবে। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলি, তা হলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও আমার পক্ষে খেলা সম্ভব নয়। এক জন এমআই সব সময়ই এমআই।’

ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ এই ক্রিকেটার আরও  বলেন, ‘এখন থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকা পালন করব। এমআই এমিরেটসের হয়ে অবশ্য খেলা চালিয়ে যাব।’

পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১১ ও ২০১৩ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। এ নিয়ে তিনি বলেন, ‘আইপিএলের সফলতম দলের অংশ হতে পেরে আমি গর্বিত, সম্মানিত এবং আশীর্বাদ ধন্য। এই দলের হয়ে খেলা আমার কাছে সব সময়ই দারুণ রোমাঞ্চের ব্যাপার ছিল। ক্রিকেটার হিসেবে সেই রোমাঞ্চ আর অনুভব করতে পারব না। বিশ্বের কয়েক জন সেরা ক্রিকেটারের সঙ্গে এই দলের হয়ে খেলার সুযোগ হয়েছে আমার। এ ব্যাপারেও আমি ভাগ্যবান। সমর্থকদের কথাও বলতে চাই। তারা আমাদের দলকে সব সময় শর্তহীন ভাবে সমর্থন করে গিয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877