স্পোর্টস ডেস্ক:
আলোচনা আগেই ছিল, সম্ভাবনাও তার পক্ষেই ছিল, তবে নিশ্চিত করে কিছু বলেনি কোনো পক্ষ। অবশেষে ঘোষণা এসেছে, বাংলা টাইগার্সের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। ঘরের ছেলের কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দিলো তারা। দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বাংলা টাইগার্স।
২৩ নভেম্বর হতে মাঠে গড়াতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। সেপ্টেম্বরে নিলাম হলেও সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে আগেই চুক্তি করে নেয় বাংলা টাইগার্স। আইকন ক্রিকেটার হলেও নেতৃত্ব সাকিবের কাছে যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কেন না পুরো আসর খেলতে পারবেন না সাকিব, ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে ফিরতে হবে এক ম্যাচ বাকি রেখেই, ৩০ নভেম্বর।
সাকিব ছাড়াও তার দল বাংলা টাইগার্সে আছে আরো দু’জন বাংলাদেশী। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। সাকিব আগে ফিরলেও টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলার কথা রয়েছে এই দু’জনের।