স্বদেশ ডেস্ক: ঢাকার ‘তারকা সাংবাদিক’ হিসেবে পরিচিত টিভি অ্যাংকর ও সাংবাদিক সুলতানা রহমান পুতুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইর্য়কার শাহিন পারভেজের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার নতুন জীবন শুরু করেছেন।
সাংবাদিক সুলতানা রহমান বাংলাদেশে নিউজ ২৪ সহ বিভিন্ন টিভি হাউজে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন গ্রহণের পর টাইম টেলিভিশন হয়ে এখন নিউইয়র্কের টিবিএন ২৪ চ্যানেল-এ কাজ করছেন। অতি সম্প্রতি তিনি নিউইয়র্ক প্রবাসী শাহিন পারভেজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং হঠাৎ করেই বিয়েটি হয় বলে তার ঘনিষ্টরা জানান। এই বিয়েতে তার ঘনিষ্টজনরাই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এক পুত্র সন্তানের জননী সুলতানা রহমানের এটি দ্বিতীয় বিয়ে।