স্বদেশ ডেস্ক: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্ক এর গৌরবের ২৯ বছর উপলক্ষে এলামনাই নাইট ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে। ‘রাজনৈতিক দলের প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনের সময়ের দাবি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪ টায় নিউইয়র্কের লাগোরডিয়া হোটেলে এই অনুষ্ঠান পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মিজানূর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এ এফ ইমাম আলী, প্রফেসর ড. শফিকুর রহমান, ড. রাহমান নাসির উদ্দিন । অনুষ্ঠানটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সদস্য সচিব আবদুল আউয়াল শামীম, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও সাধারণ সম্পাদক এস, এম, ইকবাল ফারুক। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাসিডিপ্যাপ সার্ভিসেস ইন্ক ও অ্যালেগ্রা হোম কেয়ার ইন্ক ।