স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়ার বালির নাম শুনলেই চোখে ভেসে ওঠে অপার সৌন্দর্য্যরে সমুদ্রসৈকত আর সারি সারি পামগাছ। দ্বীপটির অনিন্দ্য সুন্দর প্রকৃতি বিশ্বের পর্যটকদের কাছে টেনে নেয়। কিন্তু সেখানেই আগামীকাল থেকে শুরু হচ্ছে উদীয়মান ও উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলন।
এ বছর এমন সময় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গোটাবিশ্ব নানামুখী সংকটে নিমজ্জিত হয়ে আছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা, বিশ্ববাজারে মুদ্রাস্ফীতির আস্ফালন, দীর্ঘ আর্থিক মন্দা, উত্তর কোরিয়ার তরফ থেকে পারমাণবিক অস্ত্রের হুমকি; এ ছাড়াও রয়েছে বৈশ্বিক উষ্ণায়নের দাপট। এমন প্রেক্ষাপটে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিবিসি প্রশ্ন তুলেছে তিনি কি এটি পারবেন?