বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মসজিদ ছাড়িয়ে গণসমাবেশ মাঠে গড়ালো জুমার জামাত

মসজিদ ছাড়িয়ে গণসমাবেশ মাঠে গড়ালো জুমার জামাত

স্বদেশ ডেস্ক:

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠ-সংলগ্ন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন আগত নেতাকর্মীরা। মসজিদ ছড়িয়ে সমাবেশের মাঠে গাড়িয়েছে জুমার নামাজের জামাত।

শুক্রবার দুপুরে কোমরপুর স্কুল জামে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। গণসমাবেশস্থল-সংলগ্ন মসজিদে মুসল্লিদের উচে পড়া ভিড়ে মসজিদ থেকে সমাবেশের মাঠে ছড়িয়ে পড়ে।

জুমার নামাজে জামাতের ইমামতি করেন কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় নেতাদের সাথে সহস্রাধিক নেতাকর্মী একসাথে নামাজ আদায় করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, নেতাকর্মীরা উজ্জীবিত ও উৎফুল্ল হয়ে আছে। পরিবহন ধর্মঘটকে মাথায় রেখে এরই মধ্যে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মাঠে এসেছেন। দুপুরে আমরা একসাথে জুমার নামাজ আদায় করেছি।

এদিকে শুক্রবার সকাল থেকে মাঠে দলবদ্ধভাবে বিভিন্ন স্থান থেকে আসছেন নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল করে ক্ষণে ক্ষণে মাঠ প্রদক্ষিণ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877