বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুব মহাসমাবেশে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ : আহত ৫

যুব মহাসমাবেশে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ : আহত ৫

স্বদেশ ডেস্ক:

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন এক নারীসহ অন্তত পাঁচজন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (২৪), মোহাম্মদ নাফিস (২৩), মো. শাহিন (৪০), মো. জিহাদ (২৪) ও মোসা: সালমা বেগম (৪০)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিতে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা হাতে-পায়ে আঘাত পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877