স্বদেশ ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানাবিধ সঙ্কটের কারণে পৃথিবীর সর্বত্র একধরনের হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক উন্নত দেশও এই সঙ্কটের মুখোমুখি। আমাদের দেশেও নানা দিকে সঙ্কট প্রকাশ পাচ্ছে। যার কারণে সবকিছুর দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতেই অর্থের সাথে পেরে উঠছেন না, দু’মুঠো ভাত খেয়ে দিনানিপাত করতে হাঁপিয়ে উঠছেন তারা।
এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হা-হুতাশের মাত্রাটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে বাস্তবতা হলো- হা-হুতাশ আমাদের জীবনে স্বস্তি আনতে পারবে না। বরং আমাদের কর্মে মনোযোগী হতে হবে এবং একইসাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে, আগামীতে দুর্ভিক্ষ হবে-এরকম যে কথাবার্তা ভেসে বেড়াচ্ছে, তা যেন সত্যি না হয়।
আল্লাহর রাসূল সা: এরকম পরিস্থিতিতে একটি বিশেষ দোয়া পড়তেন। আমাদের আশা রাখতে হবে যে, আমরাও যদি রাসূল সা:-এর শেখানো দোয়াটি পড়তে পারি, তাহলে আল্লাহ আমাদের দুর্ভিক্ষের সম্মুখীন করবেন না এবং অনাহারে রাখবেন না। দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুয়ি, ফাইন্নাহু বি‘সাদ্দজিয়ু, ওয়া আউজুবিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বি‘সাতিল বিতানাহ।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই, কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী। আমি আপনার কাছে আশ্রয় চাই খিয়ানত করা থেকে, কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু।
হজরত আবু হুরায়রা রা: বলেন, রাসূল সা: এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৭)