শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

অতিরিক্ত ফি কমানোর দাবিতে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অতিরিক্ত ফি কমানোর দাবিতে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বদেশ ডেস্ক:

স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে তারা। পরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানান, গত বছর স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরণের অতিরিক্ত ফি ধার্য করা হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ ৬শ’ টাকা করে ফি কমিয়ে দেয়। এবার ফের ফরম পূরনে ৬০০ টাকা অতিরিক্ত ফি ধার্য্য করা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবী জানানো হয়।

এরপরই একই দাবীতে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সাময়িক যান চলাচল বন্ধ থাকে। অতিরিক্ত ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। কোন ধরনের ফি মওকুফ করা হয়নি। করোনাকালে কিছু ফি স্থগিত করা হয়েছিল। সেটা এখন আবার ধার্য করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877