স্বদেশ ডেস্ক:
বলিউডের আলোচিত চিত্রনায়িকা সানি লিওন। প্রায়ই তাকে নিয়ে অনেক মজার মজার ঘটনা ঘটে। এবারও ঘটলো বিশেষ আলোচিত ঘটনা। স্বয়ং শিক্ষক নিয়োগ পরীক্ষায় এল সানি লিওন। তবে তিনি নয়, তার নামে একজন এল পরীক্ষা দিতে।
ভারতের কর্ণাটকের শিবমোগা জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবির ঘরে দেখা গেল সানি লিওনের খোলামেলা একটি ছবি। এ নিয়ে সে রাজ্যের রাজনীতিকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।
বিআর নাইডুর টুইটের জবাবে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানান, অ্যাডমিট কার্ডের ছবি পরীক্ষার্থী আপলোড করেছেন। সিস্টেমে যে ছবি আপলোড হয় সেটিই ফাইলের সঙ্গে যুক্ত হয়ে যায়।
যেই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ভাইরাল হয়েছে তিনি জানিয়েছেন, তার স্বামীর এক বন্ধুকে দিয়ে তিনি শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ করিয়েছেন। পুরো বিষয়ে তদন্ত হবে, মামলা হবে—এমনটাই জানিয়েছে কর্ণাটকের শিক্ষা দপ্তর।