স্বদেশ ডেস্ক:
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজীকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন এ গায়ক।
আজ বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
অনেকদিন ধরেই অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর আলী গাজী। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায় বলে জানিয়েছিলেন স্ত্রী কানিজ ফাতেমা। যার ফলে সম্প্রতি তার পা কেটে ফেলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।