স্বদেশ ডেস্ক:
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, আমরা আগেও বলেছি এবং আবারও বলব কথার চেয়ে পদক্ষেপ বেশি কাজ করে। রাশিয়া যদি আলোচনার জন্য প্রস্তুত তাহলে তাদের উচিত ইউক্রেনে বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা। একইসঙ্গে ইউক্রেন থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়া। আজ রোববার আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ক্রেমলিন এই যুদ্ধের তীব্রতা বাড়িয়ে চলেছে। ক্রেমলিন ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর আগে থেকেই আলোচনায় যুক্ত হতে তার অনিচ্ছা প্রদর্শন করেছে।