স্বদেশ ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার বিষয়টি তদন্ত করার জন্য ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য দেশটির প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
প্রধানমন্ত্রী শাহবাজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিশৃঙ্খলা ও শয়তানির অবসানে প্রধান বিচারপতির উচিত ফুল কোর্ট কমিশন গঠন করা আমরা অনুরোধে সাড়া না দিলে ভবিষ্যতে প্রশ্ন ওঠবে।’
তিনি বলেন, জনগণের সামনে সত্য প্রকাশিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, ‘আপনারা যখনই ডাকবেন, আমি আদালতে হাজির হবো।’ তিনি বলেন, শিগগিরই ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন। তিনি কমিশনের রায় মেনে নেবেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি সাংবাদিক আরশাদ শরিফ খুনের মামলাটি তদন্ত করতেও একই ধরনের কমিশন গঠন করার অনুরোধ করছেন।
শাহবাজ শরিফ বলেন, ইমরান খান তার মিথ্যা ও সস্তা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করছেন। তিনি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।