স্বদেশ ডেস্ক:
ভারতের গুজরাত রাজ্যের মৌরবি ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ে ১৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার ছাড়াও রয়েছেন সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেয়া।
গুজরাত পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দু’জন টিকিট কালেক্টর, দু’জন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।’
সোমবার সন্ধ্যায় মোরবির মাচু নদীর ওপর ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে যায়। কয়েক দিন আগে জনসাধারণের জন্য সেতুটি পুনরায় খুলে দেয়া হয় এবং তা দেখতে মানুষ ভিড় জমায়। একটি বেসরকারি সংস্থা এটির মেরামতের কাজের দায়িত্বে ছিল এবং সেতুটি সাত মাস বন্ধ ছিল।
ইন্ডিয়া টুডে টিভির সাথে আলাপচারিতায় মিউনিসিপ্যাল চিফ অফিসার সন্দীপ সিং জানান, সেতুটিকে ‘ফিটনেস সার্টিফিকেট’ দেয়া হয়নি। ওই কোম্পানির অসাবধানতার কারণে গতকাল এ ঘটনা ঘটেছে।