স্বদেশ ডেস্ক:
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল। লিজ যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এজেন্টরা তার ফোন হ্যাক করে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ফোন হ্যাক করে পুতিনের এজেন্টরা লিজের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে হওয়া টপ সিক্রেট আলোচনাগুলো পেয়ে যায়। এ ছাড়া ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনও হাতিয়ে নেয়। ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর কোয়াসি কোয়ার্টেং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হন। পরে অবশ্য কোয়ার্টেং পদত্যাগ করেছিলেন।
তবে ব্রিটিশ সরকারের মুখপাত্র বলেন, সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা ও হামলা থেকে দূরে থাকার পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।
গত সপ্তাহে নজিরবিহীন চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লিজ ট্রাস। এর পর এক ঝাঁক রেকর্ড গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসবে নিযুক্ত হয়েছে ঋষি সুনাক।