বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

‘কথা একটাই, সরকারের পতন’

স্বদেশ ডেস্ক:

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশার জামিদ বলেছেন, ‘কথা একটাই, গণতন্ত্রের প্রতি আমাদের যে পদযাত্রা, এই পদযাত্রা থেকে আমরা আর কখনোই পিছপা হবো না। আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না, যতক্ষণ না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, জনগণের ম্যান্ডেটহীন এই সরকার। বিএনপির উপর দায়িত্ব এসেছে এই সরকারকে উৎখাত করতে হবে। জনগণ সেই ম্যান্ডেট বিএনপিকে দিয়েছে।’

শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন। বেলা ২টায় শুরু হয়েছে এ সমাবেশ। সভাপতিত্ব করছেন রংপুর মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন ভাইস চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জাতীয় নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877