স্বদেশ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের কল্যানীতে চলছে সাফ অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল। এই আসরে আজ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ। শিরোপা ধরে রাখার মিশনে আজ লাল সবুজদের সামনে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় শুরু হবে খেলাটি। ২০১৫ এবং ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশকে ফাইনালে যাওয়ার রাস্তা মসৃন করতে আজ জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যই মাঠে নামছে রাকিবুল ইসলামের নেতৃত্বে থাকা দলটি। গত পরশু প্রথম ম্যাচে ভুটান ২ গোলে লিড নিয়েও ২-৩ গোলে হারে শ্রীলংকার কাছে। অন্য ম্যাচে ভারত ৫-০তে জয় পায় নেপালের বিপক্ষে।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৬ ফুটবলে হারের বা ড্র করার বাজে স্মৃতি নেই ভুটানের কাছে। এই বয়স শ্রেনীর আসরে তাদের বিপক্ষে সব সময়ই বড় জয়। ২০১৭ সালে বাংলাদেশ তাদেরকে গ্রুপ ম্যাচে ৩-০ এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৮-০ গোলে হারিয়েছিল। এই বয়স শ্রেনীর সাফে সেবারই প্রথম অংশ গ্রহন পাহাড়ী দেশটির।
কাল বাংলাদেশ অধিনায়ক রাকিবুল জানান, ‘আমরা আজ জয়ের জন্যই মাঠে নামবো। আক্রমনাত্মক খেলা উপহার দিয়েই জিততে চাই। উজ্জ্বল করতে চাই বাংলাদেশের সম্মান।’ নিজ দল সম্পর্কে বলেন, প্রত্যেক ফুটবলারের অবস্থা বেশ ভালো। কোনো সমস্যা মানে ইনজুরি নেই দলে। পূর্ন আত্মবিশ্বাস আছে ভুটানকে হারানোর ব্যাপারে।